Logo

আন্তর্জাতিক

ভারতে আ.লীগ নেতাদের আশ্রয় ইস্যুতে মোদি সরকারকে শাসালেন মমতা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:০৫

ভারতে আ.লীগ নেতাদের আশ্রয় ইস্যুতে মোদি সরকারকে শাসালেন মমতা

ছবি : আনন্দবাজার

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপিরা মোদি সরকারের মদদেই কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত দিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে শাসিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নাম উল্লেখ না করে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা দিয়েছি? দিইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) কলকাতার নিউটাউনে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন মমতা । খবর আনন্দবাজারের

দেশটির কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন রেখে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়লে বা ভারত সরকারের কোনো পরিকল্পনা থাকলে আমরা তো কোনো আপত্তি করিনি। তাহলে বাংলায় কথা বললেই কেন 'বাংলাদেশি' তকমা দেওয়া হয়?

বাংলাদেশিদের নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যদি তাদের নিয়ে এত সমস্যা, তাহলে ভারত সরকার কিছু বাংলাদেশিকে অতিথি হিসেবে রাখছে কেন? পশ্চিমবঙ্গ সরকার তো এতে আপত্তি করেনি। তিনি আরও যোগ করেন, ভারতের যেকোনো নাগরিক দেশের যেকোনো প্রান্তে যেতে পারবেন। কিন্তু বাংলাভাষীদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে, যা অপ্রত্যাশিত।

১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির প্রসঙ্গ টেনে মমতা বলেন, ওই সময়ে আসা উদ্বাস্তুরা সবাই ভারতের নাগরিক। তারা বাংলাদেশি নন। তিনি স্মরণ করিয়ে দেন, পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা দেশভাগের আগে বা ১৯৭১-এ এসেছেন। তাদের বাংলার প্রতি টান থাকলেও তারা ভারতীয়। ওপার বাংলার সঙ্গে সম্পর্ক থাকাটা দোষের নয়, কিন্তু তাদের ভারতীয় পরিচয় অস্বীকার করা যায় না।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নরেন্দ্র মোদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর