গাজায় ত্রাণকেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে এক মাসে নিহত ৯০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৫৪
-687b4114ca283.jpg)
গত এক মাসে গাজার বিভিন্ন ত্রাণ বিতরণকেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৯০০-তে পৌঁছেছে। সর্বশেষ শনিবার (১৯ জুলাই) রাফাহ শহরের ত্রাণকেন্দ্রে গুলিতে আরও ২৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হতাহত ব্যক্তিরা সবাই খাবারের জন্য লাইনে অপেক্ষা করছিলেন। তাদের কারো হাতে অস্ত্র ছিল না।
গাজার দক্ষিণাঞ্চলজুড়ে মানবিক সহায়তার জন্য প্রতিদিন হাজারো মানুষ ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে ভিড় করছেন। কিন্তু সহায়তা পৌঁছানোর আগেই এসব স্থানে ঘটছে প্রাণঘাতী হামলা।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষ সপ্তাহ থেকে সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত গুলিতে নিহত হয়েছেন প্রায় ৯০০ জন ফিলিস্তিনি। এদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন গ্লোবাল হিউম্যানিটি ফোরাম (GHF)-এর পরিচালিত ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, মানবিক সহায়তা নেওয়ার সময় বারবার এমন প্রাণহানির ঘটনা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
ইসরায়েলি বাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে পূর্ববর্তী ঘটনায় তারা দাবি করেছিল, হামলার লক্ষ্য ছিল ‘সশস্ত্র গোষ্ঠী’র সদস্যরা। যদিও প্রত্যক্ষদর্শী ও পর্যবেক্ষকরা বলছেন, নিহতদের সবাই বেসামরিক মানুষ, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না।
- এটিআর