মস্কোর দিকে আসা ৩ ড্রোন ভূপাতিত, বন্ধ থাকার পর চালু ফ্লাইট চলাচল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:১৯
-687c6e411ac70.jpg)
রাশিয়ার রাজধানী মস্কোর দিকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকেলে এই ঘটনার কথা নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন (খবর আল আরাবিয়ার)।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ড্রোনগুলো মস্কোর আকাশসীমার দিকে এগিয়ে আসছিল। তবে প্রতিরক্ষা বাহিনী সেগুলো মাঝপথেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
এ ঘটনার পর নিরাপত্তার কারণে মস্কোর দুটি প্রধান বিমানবন্দর ভনুকোভো ও দোমোদেদোভো সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বিমান ওঠানামা শুরু হয় বলে জানায় রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল ৩টা থেকে ৭টা (মস্কো সময়) পর্যন্ত তারা মোট ২৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে চারটি মস্কো অঞ্চলে, ১৫টি ব্রিয়ানস্ক, ছয়টি কালুগা এবং দুটি তুলা অঞ্চলে ভূপাতিত হয়।
গত কয়েক মাস ধরেই ইউক্রেন থেকে পাঠানো ড্রোন লক্ষ্য করে নিয়মিত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখছে রাশিয়া। যুদ্ধের মধ্যে ড্রোন হামলা বর্তমানে রুশ ভূখণ্ডে অন্যতম প্রধান নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে।
- এটিআর