Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:১৬

নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি।

রোববার (২১ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতে নেতানিয়াহু হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। এরপর তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ সরবরাহ করা হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন। তবে তিনি সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণজনিত কারণে তার প্রোস্টেট অপসারণ করেন চিকিৎসকরা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর