ইস্তাম্বুলে ইরান-যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির পরমাণু আলোচনা শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৪০

ইউরোপের তিন শক্তিধর দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আলোচনায় অংশ নেবে উভয়পক্ষের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য নিশ্চিত করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ইউরোপীয় দেশগুলো সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা শুরু না হলে বা এটি ফলপ্রসূ না হলে আগস্টের শেষ নাগাদ ইরানের ওপর আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের একটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে প্রথমবারের মতো ফোনালাপ হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায়।
চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করলে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে চুক্তি ভেঙে দেওয়ার পর থেকেই ইরানের পরমাণু কার্যক্রম ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এমবি