-(38)-687dccb3c240a.jpg)
ছবি : সংগৃহীত
ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায়। এবার মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন দেশটিতে।
রবিবার (২০ জুলাই) মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২৫-২৬ জুলাই দ্বিপাক্ষিক এই সফরকে ঘিরে দুই দেশের মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ নানা খাতে সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়, একটি উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি মুইজ্জুর। বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং পর্যটনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মোদির এই সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়বে।
ডিআর/এএ