লাহোরে ছয় মাসে ৬ হাজারেরও বেশি মোটরসাইকেল চুরি-ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:৪৯

ছবি : সংগৃহীত
পাকিস্তানের লাহোরে চলতি বছরের প্রথম ছয় মাসে ৬ হাজারেরও বেশি মোটরসাইকেল চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যদিও আগের দুই বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লাহোরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে ৬ হাজার ২ জনের। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৯ হাজার ৭৬৬টি। আর ২০২৩ সালে রিপোর্ট হওয়া মোটরসাইকেল চুরির ঘটনা ছিল ১৪ হাজার ৯৮৯টি।
উল্লিখিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে মোটরসাইকেল চুরির হার ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। লাহোরের ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরান জানান, ‘গরিব মানুষের বাহনকে নিরাপদ রাখতে আমরা আরও কার্যকর ব্যবস্থা নিচ্ছি।’
চুরির পাশাপাশি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাতেও বড় ধরনের হ্রাস এসেছে। ২০২৩ সালের প্রথম ছয় মাসে ছিনতাইয়ের শিকার হন ৮৪৬ জন, ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৭৭৪। তবে ২০২৫ সালের প্রথম ছয় মাসে মোটরসাইকেল ছিনতাইয়ের সংখ্যা নেমে এসেছে ৩২৮-এ।
পুলিশ জানিয়েছে, ধারাবাহিক গ্যাং ধরপাকড় ও গোয়েন্দা তৎপরতার জোরদার অভিযানের কারণে ছিনতাইয়ের হার কমে এসেছে। তারা বলছে, সম্মিলিত প্রচেষ্টায় লাহোর শহরকে মোটরসাইকেল চুরি ও ছিনতাইমুক্ত করা সম্ভব হবে।
- এটিআর