Logo

আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়া ঘটনায় ‘ভুল দেহ’ পাঠানোর অভিযোগ, বাতিল শ্রদ্ধানুষ্ঠানও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:১৪

এয়ার ইন্ডিয়া ঘটনায় ‘ভুল দেহ’ পাঠানোর অভিযোগ, বাতিল শ্রদ্ধানুষ্ঠানও

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের অভিযোগ, তাদের প্রিয়জনের পরিবর্তে ভুল দেহাবশেষ পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পেরেছেন, কফিনে যে দেহ পাঠানো হয়েছে তা তাদের পরিজনের নয়।

এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঘটনার পর নিহতদের মরদেহ কফিনে ভরে দেশে পাঠানোর কাজ নিয়েই প্রশ্ন উঠছে।

এ নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সংবাদমাধ্যমের রিপোর্ট দেখেছি। ব্রিটেনের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হচ্ছে। প্রক্রিয়া অনুযায়ী দেহ চিহ্নিত করে যথাযথ মর্যাদার সঙ্গেই কফিনে রাখা হয়েছিল।

তবে নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের আইনজীবী জেমস হিলি জানিয়েছেন, ব্রিটেনে পাঠানো ১২-১৩টি কফিনের মধ্যে অন্তত দুটি কফিনে যেসব দেহাবশেষ ছিল, তা নির্দিষ্ট পরিবারের সদস্যদের নয়। তার ভাষ্য, ‘গত এক মাস ধরে আমি পরিবারগুলোর সঙ্গে রয়েছি। তাদের প্রধান চাওয়া, প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়া। কিন্তু যেটা পেয়েছে, তা তাদের প্রিয়জনের নয়—এমনটাই বলছে পরিবারগুলো। তারা ভেঙে পড়েছে। আমার মনে হয়, তাদের বিস্তারিতভাবে জানানো উচিত কী ঘটেছে।’

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ জানায়, ভুল দেহ পাঠানোয় একটি পরিবার তাদের পূর্বনির্ধারিত শেষ শ্রদ্ধানুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। 

ডেইলি মেইল দাবি করেছে, এক কফিনে নাকি দুই ভিন্ন ব্যক্তির দেহাবশেষ একসঙ্গে পাঠানো হয়েছিল। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা আলাদা করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের ফরেনসিক চিকিৎসক ফিওনা উইলকক্স।

এ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এয়ার ইন্ডিয়া। তবে এনডিটিভি জানিয়েছে, সংস্থাটি তদন্ত করছে।

এর আগেও নিহতদের পরিবার এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণ ফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের অভিযোগ ছিল, ফর্মে এমন অনেক জটিল প্রশ্ন রাখা হয়েছে যার কোনও ব্যাখ্যা নেই, আর উত্তর দিতে গিয়েই তারা হিমশিম খাচ্ছেন। অথচ পরিষ্কারভাবে উত্তর না পেলে ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

সংস্থাটি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, অভিযোগগুলো ভিত্তিহীন। ক্ষতিপূরণ দ্রুত পরিশোধের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক নিহত হন। দুর্ঘটনার তদন্ত এবং মরদেহ চিহ্নিতকরণে গাফিলতির অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর