২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৮

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ।
এছাড়া ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলায় গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে নতুন করে অনাহারে মারা গেছেন আরও ১০ ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’ এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলা ও মানবিক সংকট একসঙ্গে এখন গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ করছে।
আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অপুষ্টিজনিত কারণে গাজায় এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর বড় একটি অংশই ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় পাঁচ বছরের নিচে অন্তত ২১ জন শিশু অনাহারে প্রাণ হারিয়েছে।
সংস্থাটি জানায়, মার্চ থেকে মে মাস পর্যন্ত টানা ৮০ দিন তারা গাজায় কোনো খাদ্যসামগ্রী পাঠাতে পারেনি। বর্তমানে কিছু খাদ্য সহায়তা পাঠানো শুরু হলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
এমবি