Logo

আন্তর্জাতিক

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৪:১২

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার

রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটির পোড়া ফিউসেলাজের (বিমানের মূল কাঠামো) ধ্বংসাবশেষ শনাক্ত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলে হয়, দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৪৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৫ জন শিশু ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, ‘রোসাভিয়াতসিয়ার (রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৪০ থেকে ৫০ জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমানটি সাইবেরিয়া-ভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা পরিচালনা করছিল। এটি চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর