Logo

আন্তর্জাতিক

গাজায় অনাহারে আরও ২ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:৪০

গাজায় অনাহারে আরও ২ জনের মৃত্যু

গাজায় অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

সংবাদমাধ্যটি বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় টানা মানবিক সংকটের মধ্যে খাদ্য, পানি ও ওষুধের তীব্র ঘাটতি চলছে। বিশেষ করে হাসপাতালগুলোয় পুষ্টিহীন শিশুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাবে হামাস তাদের আনুষ্ঠানিক জবাব দিয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে কিছু সংশোধনী চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মানবিক সহায়তা প্রবেশের শর্ত, ইসরায়েলি সেনা প্রত্যাহারের এলাকা নির্ধারণ এবং স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা সংক্রান্ত বিষয়গুলো।

ইসরায়েল বলেছে, তারা হামাসের দেওয়া প্রতিক্রিয়া খতিয়ে দেখছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েল গাজায় অন্তত ৫৯ হাজার ২১৯ জনকে হত্যা করেছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর