
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশের মস্তং জেলায় সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন’ ‘ফিতনাতুল হিন্দুস্তান’-এর তিন সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে পাক সেনাবাহিনীর এক মেজর ও এক সৈনিকের।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মস্তংয়ে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মুখে পড়েন সেনাসদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হয় সংগঠনটির তিন সদস্য।
তবে সংঘর্ষের মধ্যেই প্রাণ হারান মেজর জায়েদ সেলিম (৩১) ও সৈনিক নাজিম হোসেন (২২)।
আইএসপিআর জানায়, এলাকাটি এখনো পুরোপুরি নিরাপদ নয়। সম্ভাব্য আরও সন্ত্রাসীদের উপস্থিতির সন্দেহে পুরো এলাকায় তল্লাশি ও ক্লিয়ারেন্স অপারেশন চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, পাক সেনাবাহিনী দেশ থেকে ভারত-প্রণোদিত সন্ত্রাসের মূলোৎপাটনে বদ্ধপরিকর। আমাদের সাহসী সেনানীদের এই আত্মত্যাগ সেই সংকল্পকে আরও দৃঢ় করে।
উল্লেখ্য, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে ভারত-সমর্থিত বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের তৎপরতা নিয়ে দেশটির সরকার এবং সামরিক বাহিনী ক্রমাগত অভিযোগ করে আসছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করা হয়।
সূত্র : ডন নিউজ উর্দু