ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:৩৩
-6883173b86d7f.jpg)
ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। শিল্পোন্নত সাতটি দেশের সংগঠন জি-সেভেনের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ফ্রান্সই হতে যাচ্ছে প্রথম দেশ, যারা এই স্বীকৃতি দিচ্ছে। এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ‘আজকের জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে রক্ষা করা। শান্তি সম্ভব। অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে আমাদের।’
তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
ফিলিস্তিনি নেতারা ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনকে এই স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল।’
বিশ্বব্যাপী চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্সের এই ঘোষণা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এমএইচএস