Logo

আন্তর্জাতিক

ইরানের আদালতে গ্রেনেড হামলা, নিহত অন্তত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫৬

ইরানের আদালতে গ্রেনেড হামলা, নিহত অন্তত ৯

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি আদালতে বন্দুক ও গ্রেনেড হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে শিশুসহ ছয়জন বেসামরিক নাগরিক এবং তিনজন হামলাকারী রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় সকালে দেশটির প্রাদেশিক রাজধানী জাহেদানে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা আদালতে প্রবেশের চেষ্টা করে। তারা ‘দর্শনার্থী’ সেজে ভবনে ঢুকে প্রথমে গ্রেনেড ছোড়ে এবং পরে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও শিশুসহ ছয়জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ডজনখানেক মানুষ।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে সুন্নি বেলুচ বিদ্রোহী গোষ্ঠী ‘জায়শ আল-আদল’। তাদের পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলা হয়, সংঘর্ষ এলাকা থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য আমরা সব বেসামরিক নাগরিককে অনুরোধ করছি।

ইরানের বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার পরপরই পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাহেদানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে।

সূত্র : ইরনা, তাসনিম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর