Logo

আন্তর্জাতিক

ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:২২

ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে নিহত ৭

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি হিন্দু মন্দিরে পদদলনে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

রোববার (২৭ জুলাই) রাজ্যের মনসা দেবী মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপিও এনডিটিভি।

এনডিটিভি জানায়, মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়। এর ফলে লোকজন হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় সিঁড়িতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এএফপি বলছে, মন্দিরটিতে পদদলনের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের প্রাণহানি হয়েছেন। তবে, এনডিটিভিতে এখনো ছয়জনের কথা বলা হচ্ছে।

রাজ্যের গাড়ওয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে বলেছেন, পদদলনের আগে মনসা দেবী মন্দিরে বিপুল জনসমাগম হয়েছিল। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ছাড়া অন্য অনেক ভক্তকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, মন্দিরের দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‌‌আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 

উল্লেখ্য, ভারতে ধর্মীয় উৎসবের সময় প্রাণঘাতী দুর্ঘটনা ও পদদলনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে, গত জুনে দেশটির উপকূলীয় রাজ্য ওড়িশায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে পদদলনের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে আহত হন।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর