একযোগে নাসা ছাড়লেন প্রায় ৪ হাজার কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৪৯

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা থেকে চাকরি ছাড়লেন প্রায় ৪ হাজার কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনের ‘বিলম্বিত পদত্যাগ কর্মসূচি’র আওতায় একযোগে চাকরি ছাড়লেন তারা। শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় নাসা।
সংস্থাটির মুখপাত্র শেরিল ওয়ার্নার ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)কে বলেন, ‘এই পদত্যাগের সংখ্যা নাসার মোট কর্মীর প্রায় ২০ শতাংশ। ফলে নাসার কর্মী ১৮ হাজার থেকে কমে ১৪ হাজারে নেমে এসেছে। এ ছাড়া নিয়মিত অবসর এবং অন্যান্য কারণে আরও ৫০০ জন কর্মী নাসা ছেড়েছেন।’
ওয়ার্নার জানান, কর্মসূচির দ্বিতীয় ধাপ শুক্রবার রাত ১২টায় শেষ হয়। এ পর্বে ৩ হাজার কর্মকর্তা পদত্যাগের আবেদন করেন। এর আগে প্রথম ধাপে আরও ৮৭০ জন কর্মী স্বেচ্ছায় পদত্যাগে সম্মত হন।
এই গণপদত্যাগকে ট্রাম্প প্রশাসনের ‘ফেডারেল কর্মী বাহিনী হ্রাস’ নীতির অংশ হিসেবে দেখা যাচ্ছে। প্রশাসনের অধীনে কাজ করা সরকারি দক্ষতাসংক্রান্ত বিভাগ নাসায় বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সুপারিশ করে। এ বিষয়ে মন্তব্য চেয়ে এনপিআর হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।