যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় ৬৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:০৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের জন্য ঘোষিত বিশেষ সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণপ্রার্থী।
সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গাজার তিনটি অঞ্চলে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। দাবি করা হয়, মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক হতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানায় তারা।
রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন ত্রাণ করিডোর চালুর কথাও জানিয়েছে তারা। এর আওতায় আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময় সামরিক তৎপরতা বন্ধ রাখার কথা বলা হয়।
এমবি