নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৪

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:২০
আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তাসহ আরও ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের ম্যানহাটন এলাকাধীন মিডটাউনের একটি আকাশচুম্বী ভবনে (৩৪৫ পার্ক অ্যাভিনিউ) এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি সিলেট। তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনি বলেন, ‘পাঁচজন নিরপরাধ মানুষকে গুলি করা হলো!’
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন। তার নাম তামুরা (২৭ )। তিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। ঘটনার পর তামুরা নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে দাবি পুলিশের।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে জানান, বন্দুকধারী যখন ভবনটিতে গুলি চালায় তখন তার হাতে একটি বুলেটপ্রুফ জ্যাকেট ছিল ও একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এ ঘটনার পেছনে বড় উদ্দেশ্য থাকতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।
- ইমা/এটিআর/এসআইবি