Logo

আন্তর্জাতিক

ব্যাডমিন্টন খেলার সময় খেলোয়াড়ের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:৫৮

ব্যাডমিন্টন খেলার সময় খেলোয়াড়ের মৃত্যু

ভারতের হায়দরাবাদ রাজ্যে ব্যাডমিন্টন খেলার সময় এক তরুণ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে রাজ্যের নাগোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম রাকেশ (২৫)। তিনি তেলেঙ্গানার খাম্মাম জেলার থালাদা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন রাকেশ। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বন্ধু ও উপস্থিতরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে রাকেশকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাকেশের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর