Logo

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৮ পুণ্যার্থী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:৩২

ভারতের ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৮ পুণ্যার্থী

ছবি : এনডিটিভি

ভারতের ঝাড়খণ্ডে বাবাধাম মন্দিরে চলা শ্রাবণী মেলায় জল অর্পণগামী যাত্রীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাজ্যের দেওঘর জেলায় এ ঘটনা ঘটে। দেওঘরের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার লোকসভা কেন্দ্র দেওঘরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ যেন এই শোক সহ্য করার শক্তি দেন তাদের পরিবারকে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস দেওঘরের বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে যাওয়ার পথে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, আহতদের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর