রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, যুক্তরাষ্ট্র-জাপানে সুনামি সতকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৭:৪২

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) ভোরে রাশিয়ার ফার-ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে প্রায় চার মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও জাপানের সমুদ্রতটজুড়ে বিপজ্জনক সুনামি ঢেউয়ের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
রুশ কর্মকর্তারা বলছেন, গত কয়েক দশকে এত শক্তিশালী ভূকম্পন ওই অঞ্চলে অনুভূত হয়নি। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওবার্তায় বলেন, এটি সাম্প্রতিক যুগের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কামচাটকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১৩৬ কিলোমিটার পূর্বে, ভূগর্ভে। পরবর্তী কয়েক ঘণ্টায় আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়। এদের মধ্যে একটি ৬ দশমিক ৯ এবং অপরটি ৬ দশমিক ৩ মাত্রার।
হাওয়াইয়ের হোনলুলু বিভাগ জানায়, ‘ধ্বংসাত্মক সুনামি ঢেউ’ আছড়ে পড়তে পারে এমন আশঙ্কায় কিছু উপকূলীয় এলাকা খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে উপকূলবর্তী এলাকায় তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
ভর্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেন, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এটি নিয়ে চিন্তিত হওয়া একেবারে যৌক্তিক।’
যুক্তরাষ্ট্র জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি বেশ গভীর ছিল। বিস্তৃত এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাগরতলের এমন প্রবল ভূমিকম্প সাধারণত বড় ধরনের সুনামির কারণ হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থা।
সূত্র : আল জাজিরা
- এটিআর