রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
সতর্কতা জারির পর জাপানের উত্তরাঞ্চলে সুনামির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:০৫

প্রতীকী ছবি
রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের উত্তরাঞ্চলে হোক্কাইদো দ্বীপে প্রথম সুনামি ঢেউ আছড়ে পড়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে হোক্কাইদোর হানাসাকি বন্দরে প্রায় ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে বলে জানিয়েছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান।
সংবাদমাধ্যমটি জানায়, এর বাইরে আরও কিছু উপকূলীয় এলাকাতেও ঢেউ আঘাত করেছে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সব জায়গা থেকে তথ্য আসেনি।
প্রথম ঢেউগুলোর উচ্চতা তুলনামূলকভাবে কম হলেও এগুলোর শক্তি সাধারণ ঢেউয়ের চেয়ে বহুগুণ বেশি। বিশেষজ্ঞদের বরাতে এনএইচকে জানিয়েছে, মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ প্রায় ২০০ কেজি বা ৪৪০ পাউন্ডের চাপ সৃষ্টি করতে পারে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে ভূমিতে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জনজীবনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ভোরে রাশিয়ার কামচাটকা উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেকেই জাপান, যুক্তরাষ্ট্রসহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর দৃষ্টি রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।