Logo

আন্তর্জাতিক

মুখে দাড়ি থাকায় মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে যে পরামর্শ দেওয়া হলো

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:০৮

মুখে দাড়ি থাকায় মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে যে পরামর্শ দেওয়া হলো

অভিযোগকারী পন্স

কোনো অভিযোগ বা মামলা না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এক যুবককে কেবল মুখে দাড়ি রাখার কারণে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশটির টেক্সাসের হিউস্টনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাজে যাওয়ার পথে ভুক্তভোগী পন্সকে থামায় মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। এ সময় বৈধ পরিচয়পত্র দেখিয়ে পন্স জানান, তিনি একজন জন্মসূত্রে মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

তবে এতেও কাজ হয়নি বলে অভিযোগ পন্সের। তার ভাষ্য, কর্মকর্তারা বলেন তিনি একজন তালিকাভুক্ত সহিংস অপরাধীর মতো দেখতে। এরপর কোনো ওয়ারেন্ট না দেখিয়েই তাকে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে পন্স বলেন, আমি নিজেকে অপহৃত মনে করছিলাম। বারবার বলছিলাম আমি সেই ব্যক্তি নই। আমি কলেজ স্টেশনে জন্মেছি। কিন্তু তারা আমার কথা শুনছিল না।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টা তাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি নিজের শরীরের ট্যাটুগুলো দেখালে (যেগুলোর সঙ্গে সন্দেহভাজনের কোনো মিল ছিল না) তখন তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছাড়ার সময় আইসিই কর্মকর্তাদের একজন বলেন, তোমার দাড়ি কেটে ফেলো, তাহলে এমন ভুল আর হবে না।

 এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

  • ইমা/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর