Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ঘরের ছাদ ধসে নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:৫৩

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ঘরের ছাদ ধসে নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির ছাদ ধসে পড়ে  ৩ জন নিহত হয়েছেন। মৃতদের নিহতদের মধ্যে একজন কিশোর ও দুই নারী রয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডন নিউজ উর্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে লাকি মারওত জেলার সারাই নওরং এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে একটি বাড়ির ছাদ ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্থানীয় কিল্লা গ্রাউন্ডের কাছে অবস্থিত কাঁচা বসতিতে পানি ঢুকে পড়ে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেসকিউ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার তৎপরতায় অংশ নেন। নিহতদের মরদেহ সারাই নওরংয়ের তহসিল হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা কার্যক্রম চালু করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ ঘরগুলো খালি করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর