Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:১২

যুক্তরাষ্ট্রে আবারও এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দেশটির সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) মধ্য ক্যালিফোর্নিয়ায় লেমুরের নেভাল এয়ার স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ উর্দু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। কেন এমনটি ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। 

এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্তের কয়েকটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে দেশটির একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। তার আগে, গত বছরের মে মাসে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে যাওয়ার পথে নিউ মেক্সিকোতে জ্বালানি ভরার কিছুক্ষণ পরই একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায় পাইলট গুরুতর আহত হন।

উল্লেখ্য, এফ-৩৫ হলো যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের একটি, যা একাধারে স্টিলথ প্রযুক্তি, উচ্চগতির যুদ্ধক্ষমতা এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার জন্য পরিচিত।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর