Logo

আন্তর্জাতিক

রেসিপ্রোকাল ট্যারিফ

কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৫:৩৭

কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

ছবি : বিবিসি

গত এপ্রিলকে ‘লিবারেশন ডে’ নামে অভিহিত করে বিভিন্ন দেশের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে নিজেই নিজের সিদ্ধান্ত বেশ কয়েকবার পাল্টিয়েছেন তিনি। 

সর্বশেষ শুক্রবার (১ আগস্ট) থেকে প্রায় ৭০টি দেশের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। খবর বিবিসির

এদিকে উল্লেখযোগ্য বিষয় হলো– কয়েকটি দেশের জন্য শুল্কের হার গত কয়েক মাসে একাধিকার পরিবর্তনও করেছেন ট্রাম্প। এরমধ্যে চীনের ওপর কয়েক দফায় শুল্ক বাড়ানো হয়, পরে তা আবার কমানোও হয়। কানাডার ওপর শুল্ক বেশ কয়েকবার বাড়া-কমার পর অবশেষে তা বাড়িয়ে ঘোষণা করা হয়েছে। 

এছাড়া মাত্র একদিন আগে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক বসান ট্রাম্প। হোয়াইট হাউজের তালিকায় আবার তাদের নামের পাশে ১০ শতাংশ শুল্ক লেখা আছে। ফলে মূলত দেশটির শুল্কহার অনেক বাড়লো বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক গত কয়েক মাসে অন্তত দুই বার পাল্টানো হয়েছে। এপ্রিলে প্রথমে ৩৭ শতাংশ শুল্ক ঘোষণার পর জুলাইতে তা কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ এবং সর্বশেষ আজ তা আরও কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকেই গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল যেটা এখন আরও বাড়ছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে ট্রাম্পের নতুন শুল্কহার- 

১০ শতাংশ : ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য সব দ।

১৫ শতাংশ : আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে।

১৮ শতাংশ : নিকারাগুয়া।

১৯ শতাংশ : কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন।

২০ শতাংশ : বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতন।

২৫ শতাংশ : ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া।

৩০ শতাংশ : আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রি।

৩৫ শতাংশ : ইরাক, সার্বিয়া।

৩৯ শতাংশ : সুইজারল্যান।

৪০ শতাংশ : লাওস, মিয়ানমার।

৪১ শতাংশ : সিরিয়া।

এর বাইরে কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে। এর মধ্যে কানাডা নতুন শুল্ক কার্যকরের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ৩৫ শতাংশ শুল্কের মুখোমুখি হচ্ছে। মেক্সিকোর ফেন্টানাইল ও গাড়ির ওপর ২৫ শতাংশ এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে–– যা ৯০ দিনের মধ্যে শুরু হবে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্য শূন্য থেকে প্রায় ১৫ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হচ্ছে। এই হার ৭ আগস্ট থেকে কার্যকর করা শুরু হবে।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর