Logo

আন্তর্জাতিক

বাংলাদেশি পণ্যে শুল্ক কমায় ভারতের পোশাক বাজারে শেয়ারে দরপতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৯:০৮

বাংলাদেশি পণ্যে শুল্ক কমায় ভারতের পোশাক বাজারে শেয়ারে দরপতন

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার পরপরই ভারতের পোশাক বাজারে শেয়ারের দরপতন হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) ভারতের শেয়ারবাজারে পোশাক খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দর হু হু করে পড়ে যায়।

গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তবে পরবর্তীতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিনি তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনেন। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত।

অন্যদিকে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। যা শুক্রবার (১ আগস্ট) থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর এ ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩.২১ শতাংশ ও বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২.৮ শতাংশ কমে যায়।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে পোশাক রপ্তানি করে থাকে। অন্যদিকে ভারত বহুদিন ধরে মার্কিন বাজারে অবস্থান জোরদারের চেষ্টা চালিয়ে এলেও শ্রম ও উৎপাদন খরচে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।

ফলে বাংলাদেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণায় গত মাসে ভারত কিছুটা সুবিধা পেলেও নতুন করে শুল্ক হ্রাসের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেয়ারবাজার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর