
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
শুক্রবার (০১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা একাধিক ছবিতে উইটকফকে গাজায় দেখা যায়। সেখানে তারা দুজনে মিলে জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।
মাইক হাকাবি লিখেছেন, ‘আজ সকালে আমি স্টিভ উইটকফের সঙ্গে গাজা সফরে অংশ নিই, জিএইচএফ-এর ত্রাণকেন্দ্র সম্পর্কে সত্য জানার উদ্দেশ্যে।’
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, উইটকফ বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছান। যা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা পুনরায় শুরু করার একটি নতুন মার্কিন প্রচেষ্টার অংশ। গত সপ্তাহে আলোচনার ভেঙে পড়ার পর এ সফরের লক্ষ্য ছিল যুদ্ধবিরতি ও গাজায় চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা।
জেরুজালেম থেকে এএফপি জানায়, দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের আলোচনায় যুক্ত থাকা স্টিভ উইটকফ বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভয়াবহ খাদ্য সংকটে জর্জরিত গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ার মধ্যে তিনি এ সফর করছেন।
গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, সহায়তা বিতরণের মুখোমুখি মৃত্যুঝুঁকির বাস্তব উদাহরণ হিসেবে বুধবার গভীর রাতে অন্তত ৫৮ জন ফিলিস্তিনি নিহত হন। তারা একটি ত্রাণ বহর থামাতে চেষ্টা করছিলেন, এমন সময় ইসরায়েলি বাহিনী গুলি চালায়।
জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের মতে, ‘গাজায় বর্তমানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে’। কঙ্কালসার শিশুদের ছবি বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে।
এমবি