Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ৩০০ ছাড়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:০৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ৩০০ ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আরও ৫৫৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি’র।

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৮৩ জনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতলে আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫৫৪ জন। 

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩২ জনে। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দখলদার বাহিনীর বোমা হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা করছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (০১ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ জন।

২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ জন এবং আহত হয়েছে ৯ হাজার ২১৮ জন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর