Logo

আন্তর্জাতিক

হামাসকে নিরস্ত্র করার পক্ষে নয় তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৫৭

হামাসকে নিরস্ত্র করার পক্ষে নয় তুরস্ক

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করার প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত ফিলিস্তিনবিষয়ক এক সম্মেলনে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। তুরস্ক বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত হামাসকে নিরস্ত্র করার পক্ষে নয় তারা।

শনিবার (২ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদে ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত ওই সম্মেলনের নাম ছিল ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দুই-রাষ্ট্র ভিত্তিক পথ বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন’। এটি যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।

সম্মেলনের চূড়ান্ত ঘোষণার ১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, হামাস যেন গাজা শাসনের দায়িত্ব ছেড়ে দিয়ে আন্তর্জাতিক উদ্যোগের আওতায় নিজেদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অনেকে এটিকে হামাসকে নিরস্ত্র করার আহ্বান বলে ব্যাখ্যা করেন।

তবে তুরস্ক জানায়, তাদের হস্তক্ষেপের পর মূল দলিল ও সংযুক্তিতে ‘নিরস্ত্রীকরণ’ শব্দটি সরিয়ে ফেলা হয়। বরং অস্ত্র হস্তান্তরের বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক লক্ষ্যসংশ্লিষ্ট করে পুনর্গঠন করা হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দীর্ঘদিনের রেকর্ড বিবেচনায় তুরস্ক মনে করে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর যেকোনো নিরস্ত্রীকরণ অবশ্যই স্বাধীন, একক এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। অথবা আন্তঃফিলিস্তিনি ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত কোনো চুক্তির আওতায় হতে হবে।

তারা আরও জানায়, আন্তর্জাতিক ঐক্য বজায় রাখার স্বার্থে এবার আনুষ্ঠানিক আপত্তি তোলা হয়নি, তবে ভবিষ্যতে যেন তাদের উদ্বেগ বিবেচনায় নেওয়া হয় সেই আশা করা হচ্ছে। তুরস্ক এটাও স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা হামাসকে বিনাশর্তে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানায়নি।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর