নিউজার্সিতে ভূমিকম্প, কেঁপে উঠল নিউইয়র্ক সিটি

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৪৪

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে শনিবার রাতে আঘাত হানা মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে পাশের নিউইয়র্ক সিটি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিকটার স্কেলে ৩ দশমিক ০ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১০টা ১৮ মিনিটে নিউজার্সির হ্যাসব্রুক হাইটসে অনুভূত হয়। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পের প্রভাবে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোসহ উত্তর নিউজার্সি জুড়ে অন্তত আট হাজার কম্পনের তথ্য রেকর্ড হয়েছে।
ইউএসজিএস-এর মতে, ভূত্বকের অগভীর স্তরে একটি ফল্টলাইনের সঞ্চালন থেকে কম্পনের উৎপত্তি হয়ে থাকতে পারে।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শহরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা বিস্ফোরণের মতো শব্দ ও মৃদু কাঁপুনি টের পাওয়ার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
উল্লেখ্য, উত্তর নিউজার্সি ও নিউইয়র্ক অঞ্চলে মাঝে মধ্যেই এমন ভূকম্পন হয়ে থাকে। ২০২৪ সালের এপ্রিলে নিউ জার্সির টিউকসবেরি শহরে রিকটার স্কেলে ৪.৮ মাত্রার এক ভূমিকম্প নিউইয়র্ক সিটিকে ভালোভাবে কাঁপিয়ে দিয়েছিল। ওই ভূমিকম্পের পর প্রায় ২৭টি আফটারশকও রেকর্ড করা হয়।
কেই/এমএইচএস