পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি : ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২২:১৩
-688f8ab005527.jpg)
ইরানি প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান বলেছেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি। তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় আমরা কৃতজ্ঞ। পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি।
রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত এ সম্মেলনে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান-পাকিস্তান সম্পর্কের ভিত্তি আমাদের যৌথ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক ইরানের বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলি আগ্রাসনের সময় পাকিস্তান যেভাবে ইরানকে সমর্থন জানিয়েছে, তা আমরা কখনও ভুলব না।
এসময় দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন।