Logo

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু, নিখোঁজ ৭৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:০০

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু, নিখোঁজ ৭৪

ইয়েমেন উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৭৪ জন। 

রোববার (৩ আগস্ট) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ইয়েমেনে আইওএম-এর প্রধান আবদুসাত্তার এসোয়েভ এক বিবৃতিতে বলেন, ডুবে যাওয়া নৌকাটিতে ১৫৪ জন ইথিওপীয় যাত্রী ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়।

তিনি জানান, এ দুর্ঘটনায় ১২ জন বেঁচে আছেন। খানফার জেলায় ৫৪ জনের মৃতদেহ উপকূলে ভেসে এসেছে। অন্য একটি স্থানে আরও ১৪টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর