Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, হামলাকারী আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:১৭

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে এক সেনার গুলিতে অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। এসময় হামলাকারীকেও আটক করেছে অন্যান্য সেনারা।

স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে। সেনা সদস্য সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ড (২৮) নিজের ব্যক্তিগত হ্যান্ডগান দিয়ে এ হামলা চালান বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সিএনএন জানিয়েছে, হামলায় আহত সেনাদের মধ্যে দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। অপর তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনা কর্মকর্তারা জানান, আহতদের সবার অবস্থাই স্থিতিশীল। তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

সিএনএনের খবরে বলা হয়, সেনা কর্মকর্তারা হামলাকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা। এ ব্যক্তি সেনাবাহিনীর সক্রিয় সদস্য ও ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।

হামলার পর কর্নেলিয়াস রেডফোর্ড জীবিত রয়েছেন। তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটক রাখা হয়েছে।

সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, এ সেনা যখন হামলা শুরু করেন, তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত্ত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর হামলা চালালেন, সেটি এখনো জানা যায়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর