Logo

আন্তর্জাতিক

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৪৩

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮ জন। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ, পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ অন্তত আটজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা ১২ মিনিটে ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ ও ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। যেখানে একটি অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে হেলিকপ্টারটি ‘উধাও’ হয়ে যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে।

ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এ ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ আখ্যা দিয়েছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর