Logo

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ‘মিনিস্টার’ পদ ছাড়লেন রুশনারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪২

যুক্তরাজ্যের ‘মিনিস্টার’ পদ ছাড়লেন রুশনারা

যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট এ তথ্য নিশ্চিত করেছে।

রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন ও স্টেপনি আসনে ২০১০ সাল থেকে টানা নির্বাচিত হয়ে আসছেন তিনি। গত বছরের নির্বাচনে পঞ্চমবারের মতো এমপি হন এবং লেবার পার্টি সরকার গঠনের পর গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি বা ‘হোমলেসনেস মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পান।

পূর্ব লন্ডনের বো এলাকায় তাঁর মালিকানাধীন টাউনহাউসে মাসিক ৩ হাজার ৩০০ পাউন্ডে চারজন ভাড়াটে থাকতেন। মেয়াদ শেষে গত নভেম্বর তাঁদের চার মাসের নোটিশ দিয়ে বের করে দেওয়া হয় এবং পরে বাড়িটি ৪ হাজার পাউন্ড মাসিক ভাড়ায় তালিকাভুক্ত করা হয়। গৃহহীনদের কল্যাণে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন পদক্ষেপকে ভাড়াটে অধিকার সংগঠনগুলো ভণ্ডামি বলে আখ্যা দেয় এবং পদত্যাগ দাবি করে।

পদত্যাগপত্রে রুশনারা আলী লেখেন, সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে তার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সে জন্য তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক রুশনারার জন্ম সিলেটে, শৈশবে পরিবারসহ যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর