Logo

আন্তর্জাতিক

ইরানের দমন-পীড়নে সহায়তায় ১৮ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৯:১৩

ইরানের দমন-পীড়নে সহায়তায় ১৮ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়া এবং ইরানি জনগণের ওপর রাজনৈতিক দমন-পীড়নে সহায়তার অভিযোগে ১৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপ ঘোষণা করে।

নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতের কয়েকটি কোম্পানি। এর মধ্যে একটি সংস্থা ইরানের নিরাপত্তা বাহিনীকে সাধারণ নাগরিকদের ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে গেলে ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি, নিষিদ্ধ ইরানি প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

মার্কিন সরকারের দাবি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা যারা করে, তাদের জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিষেধাজ্ঞাগুলো মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) বাস্তবায়ন করছে। এটি নির্বাহী আদেশ ১৩৯০২ অনুযায়ী ইরানের আর্থিক, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতকে লক্ষ্যবস্তু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় নিরাপত্তা প্রেসিডেন্সিয়াল স্মারকলিপি ২ কার্যকর হচ্ছে, যা ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর