
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলু’র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ হিসেবের মধ্যে কেবল হাসপাতালে যেসব হতাহতকে আনা সম্ভব হয়েছে তাদেরই ধরা হয়েছে। ধ্বংসস্তূপের তলায় ও সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে, যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি।
প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব ও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।
এমবি