Logo

আন্তর্জাতিক

গাজায় অনাহারে আরও ১১ ফিলিস্তিনির মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৩২

গাজায় অনাহারে আরও ১১ ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এতে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। মৃতদের মধ্যে ৯৮ জনই শিশু।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি অভিযানে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ৪৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা বিতরণ কেন্দ্রে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন জিএইচএফ কেন্দ্রের কাছে এবং ৫১৪ জন খাদ্যবাহী বহরের পথে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর