Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:২১

ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফ। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ‘আল জাজিরা’র পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফও রয়েছেন।

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

নিহত সাংবাদিকরা হলেন- আনাস আল শরীফ (২৮), আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলা চালালে আল জাজিরার পাঁচ সাংবাদিকসহ সাতজন নিহত হন। 

আনাস আল শরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে তিনি জানান, গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের প্রচণ্ড বোমাবর্ষণ চলছে। ওই পোস্টে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং আকাশে কমলা আলোর ঝলক ধরা পড়ে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর