Logo

আন্তর্জাতিক

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৫৬

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় একাধিক সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে। খরব ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু’র।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী রাস্তায় বসে ব্যানার-পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে বিরোধী নেতাদের অভিযোগ, সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে। শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।

আটকের আগে গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। সত্যটা আজ জাতির সামনে। এ লড়াই রাজনৈতিক নয়, সংবিধান রক্ষার জন্য। এটি এক ব্যক্তি, এক ভোটের লড়াই। আমরা একটি পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা চাই।’

প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, ‘ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।’

বিহারের এসআইআর বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রার সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর