Logo

আন্তর্জাতিক

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:২২

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় চলমান সংঘাত ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সবচেয়ে বড় আশা।’ এ লক্ষ্যে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

তবে গাজায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ বাড়লেও ইসরায়েল বারবার বলছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার শামিল।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এক বিবৃতিতে আলবানিজের মন্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য হামাসের অবস্থানকে আরও শক্তিশালী করে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর