গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:২৯

ছবি : আনাদোলু
গাজায় ইসরায়েলের টানা হামলায় মৃতের সংখ্যা ৬১ হাজার ৭২২–এ পৌঁছেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত মোট আহত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫শ পঁচিশ জন।
বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলো।
মন্ত্রণালয় জানিয়েছে, অনেক লাশ এখনো সড়কসহ বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, যেগুলো অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার করতে পারছে না।
এদিকে আনাদোলোর প্রতিবেদন বলছে, গাজায় গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ২১ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা ১,৮৫৯ এবং আহত ১৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খাদ্যাভাব ও অপুষ্টিতে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ জন শিশু। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫, যার মধ্যে ১০৬ জন শিশু।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
/এএ