Logo

আন্তর্জাতিক

৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:৫৩

৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

ছবি : সংগৃহীত

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি প্রিফেকচারের উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে এ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। খবর আনাদোলুর

দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে প্রশান্ত মহাসাগরে এই কম্পনের উৎপত্তি ঘটে। এর কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল।

টোকিওভিত্তিক কিয়োডো নিউজ জানায়, ভূমিকম্পে সতর্কতামূলক সুনামি জারি করা হয়নি। এছাড়া কোনো হতাহতের খবর বা অবকাঠামোগত ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো জাপানের নানকাই অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর একটি মেগা ভূমিকম্পের 'বেশি সম্ভাবনা' সম্পর্কে সতর্ক জারি করেছিল জেএমএ।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর