ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৬ জন ত্রাণের সন্ধানে ছিলেন।
এছাড়া খাদ্য সংকটের কারণে একইদিনে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
শনিবার (১৬ আগস্ট) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুধু গত ২৪ ঘণ্টায় ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩৮৫ জন। ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে আহতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জন মারা গেছেন। যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৫১ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১০৮ জনই শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।
এমবি