
পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট হওয়া আকস্মিক বন্যায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের অধিকাংশই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারে হিমশিম খাচ্ছেন। খবর এএফপি ও পাকিস্তানি দৈনিক ডনের।
শনিবার (১৬ আগস্ট) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এসব তথ্য জানিয়েছে।
পিডিএমএ-এর তথ্যানুযায়ী, শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই প্রাণহানি বেড়ে ৩২৭ জনে দাঁড়িয়েছে। গিলগিট-বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার একদিনেই বন্যায় দুই শতাধিক মানুষ নিহত হন।
এসময় মহমান্দ এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া প্রাদেশিক সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচজন উদ্ধারকর্মীরও মৃত্যু হয়।
পিডিএমএ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনার জেলা। সেখানে ২০৪ জন নিহত, ১২০ জন আহত এবং ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এছাড়া শাংলায় ৩৬ জন, মনসেরায় ২৩ জন, সোয়াতে ২২ জন, বাজাওরে ২১ জন, বাট্টাগ্রামে ১৫ জন, লোয়ার দিরে ৫ জন এবং অ্যাবোটাবাদে এক শিশুর মৃত্যু হয়েছে।
এমবি