৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:৪৩
-68a4394f20195.jpg)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিলের কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন আইন লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে অবস্থান, সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ এবং অপরাধে জড়িত থাকার কারণে এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, ভিসা বাতিলের বড় অংশই হয়েছে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), চুরি ও সন্ত্রাসবাদকে সমর্থনের মতো অপরাধের কারণে। এর মধ্যে প্রায় চার হাজার শিক্ষার্থী আইন ভঙ্গের অভিযোগে ভিসা হারিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ‘সন্ত্রাসবাদকে সমর্থন’ অভিযোগের ব্যাখ্যা স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকে ইহুদিবিদ্বেষের অভিযোগে টার্গেট করা হয়েছে।
এ বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করে। পরে জুনে সাক্ষাৎকার পুনরায় চালু হলে আবেদনকারীদের অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় আবেদনকারীর বক্তব্য বা অনলাইন কার্যক্রমের মাধ্যমে মার্কিন সরকার, সংস্কৃতি বা প্রতিষ্ঠানের প্রতি শত্রুতার ইঙ্গিত খুঁজে বের করতে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ‘হাজার হাজার’ শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে। তার ভাষায়, যারা অতিথি হয়ে যুক্তরাষ্ট্রে এসে বিশ্ববিদ্যালয়গুলোকে অশান্ত করছে, তাদের ভিসা বাতিল করা হবে।
তবে ডেমোক্র্যাট নেতারা এ পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাদের দাবি, শিক্ষার্থী ভিসা বাতিলের এই উদ্যোগ যথাযথ আইনি প্রক্রিয়াকে দুর্বল করছে এবং আন্তর্জাতিক শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
ওপেন ডোর্সের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ২১০টির বেশি দেশের ১১ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
কেই/এমএইচএস