Logo

আন্তর্জাতিক

নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়া পর্যন্ত ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৩৯

নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়া পর্যন্ত ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র

ঢাকার মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ সমাধান না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানায়।

মার্কিন দূতাবাস পোস্টের মাধ্যমে জানিয়েছে, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

দূতাবাস আরও উল্লেখ করেছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর