যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীর বিরুদ্ধে বহিষ্কারের তদন্ত শুরু

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:৩২
-68a7e4e103a0a.jpg)
যুক্তরাষ্ট্রে থাকা ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীর বিরুদ্ধে ভিসা বাতিলের যোগ্যতার পরীক্ষা বা বহিষ্কারের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, সকল ভিসাধারীর ওপর ধারাবাহিকভাবে ‘ভেটিং’ প্রক্রিয়া চালানো হবে। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী, পর্যটক এবং অন্যান্য ভিসাধারীও অন্তর্ভুক্ত। ভিসা বাতিলের মধ্যে আসে মেয়াদোত্তীর্ণ থাকা, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তায় হুমকি সৃষ্টি, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা বা কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘যখনই সম্ভাব্য অযোগ্যতার ইঙ্গিত পাওয়া যায়, তখনই ভিসা বাতিল করা হয়। আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করি।’
প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে পররাষ্ট্র দপ্তর ৬ হাজারের বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করেছে। এর মধ্যে প্রায় ৪ হাজার শিক্ষার্থী আইন ভঙ্গ করেছে এবং ২০০-৩০০ শিক্ষার্থীকে সন্ত্রাসী কার্যকলাপের কারণে ভিসা বাতিল করা হয়েছে।
এছাড়া, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীও দেশব্যাপী নজরদারির বিষয় হয়েছে। কিছু শিক্ষার্থী বর্তমানে বহিষ্কারের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষার জন্য ট্রাম্প প্রশাসন সুষ্ঠু ভিসা পরীক্ষা ও প্রয়োজনে ভিসা বাতিলের পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে।’
কেই/এমএইচএস