
কলম্বিয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পৃথক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবারের (২১ আগস্ট) এ দুটি হামলার জন্য একসময়কার গেরিলা গোষ্ঠী ফার্কের শান্তিচুক্তি বিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ আমেরিকার দেশটির তৃতীয় জনবহুল শহর ক্যালিতে বৃহস্পতিবার কলম্বিয়ান অ্যারোস্পেস বাহিনীর একটি ঘাঁটির কাছে বিস্ফোরকবোঝাই একটি মালগাড়ি বিস্ফোরিত হয়। এতে ছয়জন নিহত ও ৭১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।
কয়েক ঘণ্টা আগে অ্যান্টিওকিয়ার আমালফি পৌরসভায় কোকা পাতা ফসল ধ্বংসের অভিযানে অংশ নেওয়া কলম্বিয়ার ন্যাশনাল পুলিশের একটি ব্ল্যাকহক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। সেখানে থাকা বাহিনীটির ১২ কর্মকর্তা নিহত হন।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ হামলাগুলোর জন্য ফার্কের শান্তিচুক্তি বিরোধী অংশগুলোকে দায়ী করেছেন।
এমবি